দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সোমবার ১১ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামে গ্রামবাসীদের ব্যবস্থাপনায় শুরু হলো বাবা অক্রেশ্বর সার্বজনীন চড়ক পূজা। এই কয়েক দিন ধরে দিনভর পূজা ভোগ আরতিতে জমজমাট মেতে থাকবে এই এলাকার মানুষ। এই পূজাকে কেন্দ্র করে ইন্দাস ব্লকের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মানুষ বেশ আনন্দে মেতে থাকেন। দুপুরে থাকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা দুই থেকে আড়াই হাজার মানুষ দুপুরে প্রসাদ খান, চার দিন ধরে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নিয়ে ভক্তিমূলক গান আবৃতি পাঠ, যাত্রা পালা, বাউল বিভিন্ন অনুষ্ঠান। বিগত দুই বছর করোনার প্রকোপ থাকার কারণে কোনরকমে পুজো সেড়েছিলেন পুজো উদ্যোক্তারা এবছর করোনার প্রকোপ কম থাকায় জাঁকজমক ভাবেই পূজিত হচ্ছে বাবা অক্রেশ্বরের চড়ক পূজা। এলাকার মানুষ একত্রিত হয়ে এই পূজা-অর্চনা করে থাকেন।
এই পুজো এবছর ৮৫ বর্ষে পদার্পণ করল। শিবের পাঠচক্রের পুজোর মধ্যে বিশেষ বিশেষত্ব হলো ভক্তি নিষ্ঠা এবং আচার আচরণের মধ্য দিয়েই পূজিত হন বাবা অক্রেশ্বর। এই চড়ককে কেন্দ্র করে এলাকায় উৎসবে পরিনত হয়।
Social