Breaking News

আইপিএল-এর ধাঁচে তৈরি কেপিএল

 

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ আইপিএলের আদলে তৈরি হয়েছে কেপিএল অর্থাৎ খাতড়া প্রিমিয়ার লিগ। বুধবার খাতড়া মহকুমা শহরের সিধু-কানু স্টেডিয়ামে কেপিএল সিজিন-2 এর শুভ উদ্বোধন হল। প্রতিবছর আইপিএলের সময় স্যোশাল মিডিয়াতে একটা জোকস শোনা যেত, খাতড়াতে যদি আইপিএল খেলা হত তাহলে টিম গুলোর নাম কি হত ? মজার ছলে কেও কেও নাম ও দিয়েছিলো টিম গুলির, যেমন খাতড়া নাইট রাইডার্স , রয়াল চ্যালেঞ্জার্স হিড়বাঁধ, কিংস ইলেভেন রানীবাঁধ, মুকুটমনিপুর ইন্ডিয়ানস আরও অনেক। কিন্তু কেও কি কখনও ভেবেছিলো এটা কোনো দিন বাস্তবায়িত হবে ? তবে এই জোকসটাকে সত্যি করার সাহস দেখিয়েছেন খাতড়া এলাকার কিছু উদ্যোগী যুবক। বর্তমানে জোকস অনুযায়ী টিম গুলির নাম না হলেও আইপিএল-এর আদলে নাম কেপিএলে দেওয়া হয়েছে।

 গতবছর থেকেই শুরু হয় এই কেপিএল। সম্পুর্নভাবে আইপিএলের আদলে সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে কেপিএল-এর গঠন।

এদিন ব্যাট হাতে খেলার শুভ উদ্বোধন করেন খাতড়ার বিশিষ্ট সমাজকর্মী জয়ন্ত মিত্র, উপস্থিত ছিলেন খাতড়ার বিডিও অভীক বিশ্বাস, খাতড়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা ও খেলোয়াড় অঞ্জন বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী সুব্রত দে,  সুখেন দাস সহ কেপিএল কমিটির সদস্যরা। মোট ১২ টি ফ্রান্সাইজি এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে। কেবলমাত্র খাতড়া বিভিন্ন ব্লক থেকে কেপিএল-এ ২৫৫ জন প্লেয়ার রেজিষ্ট্রেশন করেন তাদের প্রত্যেককে গত ১৮ অক্টোবর ওপেন নিলাম পদ্ধতিতে বেছে নেওয়া হয় শহরের একটি বেসরকারি লজ থেকে। আগামী ৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। এখানে সমস্ত খেলাগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে লাইভ সম্প্রচার, রিভিউ স্টিটেম সহ একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 

খেলাচলাকানীয় সবসময়ই বেশ কিছু ক্ষেত্রে খেলোয়াড় ও দর্শকদের জন্য রয়েছে আর্কষণীয় পুরস্কার। এই খেলাকে কেন্দ্র করে জেলার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। সোজাসাপটা বলতে গেলে আইপিএল-এর ছোট সংস্করণ হল কেপিএল।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *