পাপু লোহার, কাঁকসাঃ আইপিএল-এর ধাঁচে পানাগড়ে এ বছর থেকে শুরু হতে চলেছে পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রিমিয়ার লিগে এই বছর ৮টি দল অংশগ্রহণ করেছে। বুধবার দুর্গাপুরের পানাগড় বাজার কমিউনিটি হলে ক্রিকেট দলের নিলাম অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়াড়রা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাক্তন খেলোয়াড়দের এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সম্মানিত করা হয়।
ক্রিকেট দলের নিলাম পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ-এর কমিটির চেয়ারম্যান হারজিত সিং নিক্কি, ভাইস চেয়ারম্যান ভুপেন্দ্রর সিং (মাঙ্গা), প্রেসিডেন্ট দীপক যাদব (বাপি), ভাইস প্রেসিডেন্ট সয়েদ লতিফ আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।
কমিটির কোষাধ্যক্ষ মোহম্মদ জুবের আহমেদ জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর পানাগড়ে পানাগড় প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। এই কমিটিতে প্রাক্তন বহু ক্রিকেটার আছেন তাদেরই প্রচেষ্টায় এই লীগ শুরু। আগামী নভেম্বর মাসের শেষের দিকে এই লীগের খেলা শুরু হবে। সমস্ত পানাগড়বাসী তথা ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছে এই প্রিমিয়ার লিগ খেলা দেখার জন্য।
Social