Breaking News

আইপিএলের অনুকরণে পানাগড়ে অনুষ্ঠিত হলো আইসিপিএল

  

পাপু লোহার, কাঁকসাঃ ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল তারই অনুকরণেই কাঁকসায় দু’নম্বর কলোনি কদমতলায় ১৫ দিন ধরে চলছিল আইসিপিএল খেলা। রবিবার তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। প্রথমে কাঁকসার ৬টি কমেটি কাঁকসা এলাকার ক্রিকেটারদের একটি নিলাম হয় সেই নিলামে সঠিক কমিটি তাদের খেলোয়াড় কিনে নেয় তারপর বিগত ১৪ দিন ধরে চলে আইসিপিএল-এর খেলা। এদিন প্রতাপ একাদশ ও বিদ্যুৎ একাদশ রবিবার চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পরের মুখোমুখি হয়। এদিন প্রকৃতি বাধ সাধলেও শেষ পর্যন্ত খেলাটি সম্পন্ন হয় এদিন বিদ্যুৎ একাদশ প্রতাপ একাদশকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলায় জয়ী হয় বিদ্যুৎ একাদশ। এক উদ্যোক্তা জানান, সম্পূর্ণ খেলাটি আইপিএলের অনুকরণ হয়েছে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে খেলা শুভ সূচনা হয়। এই এলাকার পুরুষ থেকে মহিলা কচিকাঁচা থেকে বয়স্করা সকলেই আনন্দের সাথে ক্রিকেট খেলাটি উপভোগ করে। তিনি আরও জানান এ জিনিস চূড়ান্ত পর্যায়ে খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাহুল বৈরাগ্য । 

পঞ্চায়েত সদস্য রাহুল বৈরাগ্য জানান, এই এলাকার কচিকাঁচা থেকে বাড়ির বধূরা সকলেই খেলাটাকে উপভোগ করেন তিনি আরও বলেন আগামী দিনে আমরা চেষ্টা করব এর থেকে আরও বড় ধরনের ক্রিকেটের। আমার এখন অধিকাংশ মানুষ বাড়িতে বসে বোকা বাক্সতে ক্রিকেট খেলা দেখে কিন্তু মাঠে বসে খেলা দেখার আনন্দই আলাদা তাই আগামী দিনে চেষ্টা করব এইরকম খেলার আয়োজন করার।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *