পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ সোমবার মহা অষ্টমী সকাল থেকেই ভিলেন বৃষ্টিতে ভিজল দক্ষিণ দিনাজপুর জেলা। গত কয়েকদিন আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল প্রচন্ড গরমের অবশেষে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পুজোতে। অষ্টমীর দিন সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হল। একদিন বৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন পুজো মণ্ডপগুলি ভিজে যায়, আর সে কারণে পুজো উদ্যোক্তারা এই সময় বৃষ্টি হওয়ায় ভীষণ চিন্তায় পরেন।
দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন নামিদামি বিগ বাজেটের পুজো মণ্ডপ গুলি বৃষ্টিতে ভিজে যাওয়ায় যথেষ্ট চিন্তায় পড়েন এই অসময়ে বৃষ্টি হওয়ার ফলে। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যাকে ঘিরে বাঙালিদের মনে আবেগের একটি বিশাল জায়গা বিরাজ করে থাকে তার ফলে হাজার ঝড়ঝাপটা বৃষ্টি আসুক না কেন পুজো মণ্ডপে ও পুজোতে সকলে উপস্থিত থাকবেন সেটা বলার উপেক্ষা রাখেনা। তাই অষ্টমীর সকাল থেকে একই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো মন্ডপগুলিতে বৃষ্টিকে উপেক্ষা করে নতুন পোশাক পরে (মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে) আবাল-বৃদ্ধ-বণিতা বিভিন্ন পূজা মণ্ডপে- মন্ডপে অঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন।
Social