Breaking News

অল্প বয়সে বিবাহ, ছেলের পড়াশোনা সমাপ্ত করানোর পর আবারও মাধ্যমিকে হাতে খড়ি ৫৫ বছরের মহিলার

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শিক্ষার ইচ্ছা থাকলে বয়স যে বাধা হয়ে দাঁড়ায় না, তার অন্যতম নজীর সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের কালনা মহাপ্রভু পাড়ার এক গৃহবধূ। সোনালি কুন্ডু নামে ওই গৃহবধূর নবম শ্রেণীতে পড়তে পড়তে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তার। আর তাই আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তিনি। যদিও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছিলেন তিনি। অবশেষে ৫৫ বছর বয়সে পা দিয়েই তিনি মাধ্যমিক পরীক্ষা দিলেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে। ছেলের বয়স ২৮ বছর। সোনালি কুন্ডুর ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে চাকরি করছেন। যদিও মায়ের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে তিনি মাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহিত করেছেন। স্ত্রীকে উৎসাহ দিয়েছেন সোনালি কুন্ডুর স্বামীও। 

নদীয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের সঙ্গে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেন্টারে গত বছর করোনা পরিস্থিতির সময় থেকে এখনো পর্যন্ত অফলাইন ক্লাস চালু হয়নি। পরীক্ষা হয়েছে অনলাইনেই। ওই সেন্টারের ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে সোনালি কুন্ডু একজন যে এবছর অনলাইনেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার অংক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে পরীক্ষা। বুধবার সেন্টারে তিনি খাতা জমা দিতে এসেছিলেন। এই বয়সে ভালোভাবেই পরীক্ষা দিতে পেরে তিনি পাস করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

About Burdwan Today

Check Also

মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *