টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আমেরিকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হয়। প্রায় সাত ঘন্টা ধরে চলে সেই অস্ত্রোপচার। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন।
জানা যায়, ৬ বছর আগের ঘটনা। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় পড়ে। সেই সময় বাম চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। ভেঙে গিয়েছিল তার চোখের নিচের হাড়। তড়িঘড়ি তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তখনকার মতো অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার হলেও, তিনি পুরোপুরি সুস্থ হননি বলে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি।
সেই কালনে ফের এক একবার অস্ত্রোপচার হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে৷ আর তার দ্রুত আরোগ্য কামনায় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে হোম যজ্ঞের আয়োজন করা হয়। এই হোম যজ্ঞে প্রায় ২০ কিলো ঘি, বেলপাতা, পান সুপারি সহ পুজোর সামগ্রী দিয়ে এই হোম যজ্ঞ প্রায় ৫ ঘন্টা ধরে চলে।
এই হোম যজ্ঞে শহর বর্ধমানের প্রায় অধিকাংশ কাউন্সিলর হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এই হোমযজ্ঞে অংশগ্রহণ করেন
Social