দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বেশ কয়েকদিন প্রখর দাবদহের পরে অবশেষে স্বস্তির বৃষ্টি। ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তুমুল বৃষ্টিতে ভাসলো মাঠঘাট, পুকুর নালা আর এই বৃষ্টিতে চাষিদের মুখে চওড়া হাসির ঝিলিক।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তার সাথে তুমুল বৃষ্টিতে ভাসলো ইন্দাস বক্লে বিস্তীর্ণ এলাকা। এদিন সকাল থেকেই চাষিরা হইচই করে বেরিয়ে পড়েছে মাঠে, শুরু হয়েছে আবাদের কাজ, চলছে ধান রোপন কাজ, খুশি এলাকার সমস্ত চাষী মহল থেকে ব্যবসায়ী মহল এবং অন্যান্য জীবিকার সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষ।
কারণ, বৃষ্টি হওয়াতে শুধু চাষের কাজই শুরু হয়নি এসেছে আবহাওয়ার পরিবর্তন। উত্তপ্ত বাতাসের পরিবর্তে এসেছে ঠান্ডা বাতাস ফলে স্বস্তি শরীর মনের।
Social