অবলুপ্তপ্রায় দড়ি টানাটানি খেলায় মাতলো গোবিন্দপুর

  

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা আজ আবলুপ্তপ্রায়। বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত। প্রাচীনকাল থেকেই এই খেলা দেখা বাংলার বিভিন্ন এলাকায় প্রচলিত। কিন্তু, কালেরস্রোতে হারিয়ে যেতে বসেছে এই খেলা। দড়ি টানাটানি খেলা মূলত শক্তি পরীক্ষার খেলা।পেশি শক্তির পাশাপাশি খুব বল প্রয়োগের দরকার হয় এই খেলায়। এই দড়ি টানাটানি খেলায় দুটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এক একটি দলে দশ জন করে মহিলা প্রতিযোগীকে দেখা গেল।

 এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর দক্ষিণ বাগদী পাড়া মন্দির সংলগ্ন এলাকায় কালীপুজো উপলক্ষে দেখা গেল হারিয়ে যাওয়া দড়ি টানাটানি খেলাটি। বাড়ির নবীন ও প্রবীন গৃহবধূরা এই খেলায় মেতেছেন। আশেপাশের বহু দর্শক এই খেলা দেখতে ভিড় জমায়।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে দুয়ারে সরকার নিয়ে প্রস্তুতি বৈঠক

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে  দুয়ারে সরকারের কর্মসূচি। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *