দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা আজ আবলুপ্তপ্রায়। বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত। প্রাচীনকাল থেকেই এই খেলা দেখা বাংলার বিভিন্ন এলাকায় প্রচলিত। কিন্তু, কালেরস্রোতে হারিয়ে যেতে বসেছে এই খেলা। দড়ি টানাটানি খেলা মূলত শক্তি পরীক্ষার খেলা।পেশি শক্তির পাশাপাশি খুব বল প্রয়োগের দরকার হয় এই খেলায়। এই দড়ি টানাটানি খেলায় দুটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এক একটি দলে দশ জন করে মহিলা প্রতিযোগীকে দেখা গেল।
এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর দক্ষিণ বাগদী পাড়া মন্দির সংলগ্ন এলাকায় কালীপুজো উপলক্ষে দেখা গেল হারিয়ে যাওয়া দড়ি টানাটানি খেলাটি। বাড়ির নবীন ও প্রবীন গৃহবধূরা এই খেলায় মেতেছেন। আশেপাশের বহু দর্শক এই খেলা দেখতে ভিড় জমায়।
Social