টুডে নিউজ সার্ভিসঃ অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হল। গ্রেফতার হওয়ার ৬ দিন পর এই সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা সরকার। তিনি রাজ্যের শিল্প, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী ছিলেন।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, রাজ্য সরকারের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়-কে।
এদিন মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী। তারপরই নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পার্থর কাছে রাজ্যের ৩টি দফতর (শিল্প-তথ্যপ্রযুক্তি-পরিষদীয়) আমার কাছে আসছে। যতদিন না নতুন মন্ত্রীসভা গঠন হচ্ছে ততদিন ওই দফতরগুলি আমার কাছেই থাকছে।’