পাপু লোহার, দুর্গাপুরঃ স্বস্তি মিললো না অনুব্রত মণ্ডলের। সিবিআই হেফাজতেই যেতে হল তাঁকে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল অনুব্রত মণ্ডলকে। আর এরপরেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, নিজাম প্যালেসে রাতের মধ্যেই বীরভূমের বেতাজ বাদশাকে নিয়ে আসা হবে। সেখানেই যাবতীয় জেরা পর্ব চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর। বেশ কিছু তথ্যের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইল সিবিআই। পাশাপাশি এদিন আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুব্রতকে নিয়ে রওনা হয় সিবিআইয়ের কনভয়। তাঁর আগে আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনীর বিশাল একটি দল অনুব্রতকে ঘিরে রেখেছিল। সেই কড়া নিরাপত্তার ঘেরাটোপেই অনুব্রত পৌঁছে যান আসানসোল আদালতের কক্ষ থেকে তাঁর জন্য অপেক্ষারত সিবিআইয়ের গাড়ি পর্যন্ত। অবশ্য তার মধ্যেও অনুব্রতকে লক্ষ্য করে আরও একবার ধেয়ে আসে গরু চোর স্লোগান। যেমনটা দেখা গিয়েছিল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আদালত চত্বরে অনুব্রতের প্রবেশ করার সময়েও।