মোহাম্মদ ফিরোজ, বোলপুরঃ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা৷ কোম্পানিগুলিতে অনুব্রত কন্যার সঙ্গে ডিরেক্টর পদে রয়েছেন এই বিদ্যুৎবরণ৷
গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন এই বিদ্যুৎবরণ গায়েন৷ তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন৷ অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরে সম্পত্তিতে ফুলেফেঁপে ওঠেন তিনি৷
একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কিভাবে, গোরু পাচারের টাকাই কি লগ্নি হত কোম্পানিগুলিতে? জানতেই তাঁর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। অনুব্রতর ভোলে বোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎবরণের৷ দুপুরে তার বোলপুরের কালিকাপুরের বাড়ি চলে সিবিআই তল্লাশি।
Social