টুডে নিউজ সার্ভিসঃ আরও বিপাকে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। টেট পাশ না করেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ অর্থাৎ পরেশ অধিকারীর কন্যার পর এবার টেট দুর্নীতি কাণ্ডে নাম জড়াল কেষ্ট অর্থাৎ অনুব্রত কন্যার।
তিনি বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন। কিন্তু, একদিনও স্কুলেও যান না। বরং স্কুল তার বাড়িতে চলে আসত। অর্থাৎ, হাজিরা খাতায় নাকি বাড়িতে বসেই সই করে দিতেন সুকন্যা। এমনকি সুকন্যা মণ্ডল টেটও পাশ করেননি। হাইকোর্টে এমনি অভিযোগে মামলা দায়ের করলেন আইনজীবী ফিরদৌস শামিম।
চাকরি পেয়েছেন সুকন্যা মণ্ডল সহ আরও অনুব্রত মণ্ডলের ৫ আত্মীয়। আগামী বৃহস্পতিবার এই ছয়জনকে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওদিন বিকেল তিনটে ফের এই মামলার শুনানি রয়েছে। হাই কোর্টের থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Social