রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু’ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামের পূর্বপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে প্রায়দিন দেরিতে আসেন ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমণি বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন সোমবার সকাল ৮ টায় আসেন ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে দিদিমণি মহুয়া সামন্ত। তার দেরি করে আসায় পূর্বপাড়ার মানুষেরা ক্ষোভে ফেঁটে পড়েন। তাদের দাবি দিদিমণি অনিয়মিত দেরিতে আসেন আজকেও সকাল ৭ থেকে বাচ্চারা এসে দেখে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের গেটে তালা ঝুলছে। অবশেষে সকাল প্রায় ৮ টার সময় দিদিমণি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসেন।
এলাকার মানুষের দাবি, অবিলম্বে ঐ দিদিমণিকে বদলি করা হক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তুষার সামন্ত, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের সদস্য রেখা বাঘ।
Social