বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী-র সভায় রক্ত ঝরল কংগ্রেস কর্মীদের। নদীয়ার নাকাশিপাড়ার যুগপুরে কংগ্রেসের নতুন কার্যালয়ের শিলান্যাস করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় কংগ্রেসের ওই সভা চলাকালীন কিছু দুষ্কৃতী হামলা চালায়। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বেথুয়াডহরি সংলগ্ন অঞ্চলে যুগপুরে একটি কংগ্রেস কার্যালয় আছে ওই অফিস সহ বেশকিছু দোকান অগ্নিদগ্ধ হয়, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় তৃণমূল তাদের এই অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর ওই কার্যালয়ে ভবনটি নতুন করে নির্মাণ করার জন্য এদিন শিলান্যাস করতে আসেন অধীর রঞ্জন চৌধুরী এবং জেলার নেতৃত্ব অসীম সাহা ও সিলভি সাহা। এখানে দুজন নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি বলে দাবি করেন একজন আনিসুর রহমান অন্যজন পুলক সিংহ। পুলক সিংহ দাবি তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দায়িত্ব দেন। অন্যদিকে আনিসুর রহমানের বক্তব্য তিনি জেলার নেতৃত্ব অসীম সাহার কাছে থেকে দায়িত্বপ্রাপ্ত হন। এই নিয়ে দুজনের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়। এদিনের এই সভা চলাকালীন হঠাৎই হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। এতে চারজন গুরুতর আহত হন। পুলক সিংহ-র ভাই রাজীব সিংহ-র হাতে কোপ লাগে। তাকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হাতে চারটি সেলাই পড়ে এবং সিটি স্ক্যান করতে বলা হয়। পাশাপাশি এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিনের এই হাতাহাতির ঘটনাটি সম্পূর্ণ উড়িয়ে দেন আনিসুর রহমান এবং তিনি নিজেকে নাকাশিপাড়া ব্লক প্রেসিডেন্ট বলেই দাবি করেন। অন্যদিকে পুলক সিংহ বলেন যে, বেশ কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা করেছেন। ঘটনাস্থলে নাকাশিপাড়ার পুলিশ প্রশাসন উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Social