টুডে নিউজ সার্ভিস, খানপুরঃ অজানা রোগে আক্রান্ত হয়ে একাধিক বিড়ালের মৃত্যু ঘিরে চাঞ্চল্য চন্ডীতলার খানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই আচমকা একের পর এক বিড়াল মৃত্যুর মুখে ঢলে পড়ছে। খানপুর মল্লিক পাড়ার বাসিন্দা, মুসা মল্লিক বিগত তিন বছর ধরে প্রায় ৩০ টি বিড়ালকে লালন পালন করে আসছেন। তার দাবি শুক্রবার থেকেই তিনি লক্ষ্য করেছেন একের পর এক বেড়াল অসুস্থ হয়ে মারা যাচ্ছে। বিষক্রিয়ার ফলে নাকি কোনো ভাইরাস মৃত্যুর কারণ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
বর্ধমানটুডে’র সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
চন্ডীতলা দু’নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে পশু চিকিৎসকরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তাদের আশ্বাস বাকি বিড়ালদের বাঁচানোর চেষ্টা চলছে।
Social