Breaking News

অজয় নদীর জল বেড়ে যাওয়ায় সেতু উপর যাতায়াত বন্ধ রাখল পুলিশ প্রশাসন

 

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ দক্ষিণবঙ্গের জলের হাহাকার থাকলেও, গত দুদিন ধরে বেশ কিছুটা বৃষ্টি হওয়ায় অজয় নদীর জল স্তর বেড়েছে। ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় অজয় নদীর উপর বালির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী সেতু ঝুঁকির মুখে। যেকোনো সময়ে ভেঙ্গে যেতে পারে এই সেতু। তাই ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি পুলিশ আউট পোস্টের পক্ষ থেকে  কড়া নিরাপত্তায় আটকে দেওয়া হয়েছে দুই পাড়ের যাত্রীসাধারণকে। 

এদিন সকালের দিকে জল বাড়তেই জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত তার ফোর্স  নিয়ে পুরোপুরি সিল করে দেন সেতুর উপর যাতায়াত।  তিনি জানান যেভাবে জলস্তর বেড়েছে যে কোনো সময়ে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় বিছিন্ন হয়ে যেতে পারে। তাই ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করতেই তিনি কড়া ব্যবস্থা নিয়েছেন এবং নজরদারি রাখছেন।  

জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন লাহা জানান, হঠাৎই অজয়ের জল বেড়েছে সেই খবর জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এই সেতু ভেঙ্গে গেলে বীরভূমের কমবেশি ৫০০ থেকে হাজার লোক কর্মহীন হয়ে পড়বেন। তবে জল বেশি থাকলে ফেরি চলাচল শুরু হবে।

 

About Burdwan Today

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *