জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লক সংযুক্ত কিষান মোর্চা কমিটির পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্প বাতিল, ১০০দিনের কাজকে ২০০ দিন করার দাবি এবং ১০০দিনের বকেয়া টাকা সহ বিভিন্ন দফা দাবি দাওয়া নিয়ে মন্তেশ্বর ব্লক অফিসের সামনে থেকে মিছিল শুরু করে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে ব্লক অফিসে এসে শেষ হয় এবং ব্লক অফিস প্রাঙ্গণে একটি বিক্ষোভ সভাও করা হয়।
এদিন সংগঠনের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং ব্লক অফিসে বিডিও গোবিন্দ দাস-এর কাছে দেওয়া হয় মন্তেশ্বর ব্লকে সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার, মন্তেশ্বর ব্লকের ফরওয়ার্ড ব্লক নেতা রবি মল্লিক, মন্তেশ্বর ব্লক সিপিআই এমের নেতা ধঞ্জয় সামন্ত, মদন রায় সহ আরও অনেকে।
Social