পাপু লোহার, দুর্গাপুরঃ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। একদিকে যেমন অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে পরিবারের মঙ্গল কামনায় পরিবারের অনেকেই এসেছিলেন ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিতে।
অপরদিকে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ব্যবসায়ীরা হালখাতা পুজো করাতে ভিড় জমান। মন্দিরের আগত ভক্তরা জানিয়েছেন অক্ষয় তৃতীয়া দিনটি বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। অধিকাংশ মানুষ এই দিনে পুজো দিয়ে সারাবছর যাতে পরিবারের সকলের সুস্থ এবং সুখে শান্তিতে থাকতে পারে সেই কারণে ভিরিঙ্গি কালী মায়ের কাছে তারা পুজো দেয়।
অপরদিকে ব্যবসায়ীরা সারা বছর যাতে তাদের ব্যবসা ভালো হয় তাই নতুন হালখাতা স্বস্তিকা চিহ্ন এঁকে সেই হালখাতা পুজো দিয়ে তারা ব্যবসা শুরু করেন।