সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি শহরের পথসাথীর সন্নিকট জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে গেল বোলেরো প্রাইভেট কার। গাড়িতে ড্রাইভার, দুই মহিলা ও এক শিশু সহ পাঁচজন ছিল। নয়নজুলিতে পানা, আগাছা থাকায় সৌভাগ্যক্রমে পাঁচজনের সকলেই সুস্থ আছেন।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি কল্যাণী থেকে রানীগঞ্জ যাচ্ছিল এক মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ফিরছিল শিশুর মা। এই দুর্ঘটনায় পরিবারের সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার পরেপরেই মেমারি থানার পুলিশ আসে এবং ক্রেন নিয়ে এসে গাড়িটিকে জল থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এক কিশোর জানান তারা দেখতে পায় কলকাতার দিক থেকে প্রাইভেট গাড়িটি আসছিল হঠাৎ রাস্তার বাঁদিক থাকা দুটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে গেল। তারপর তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করা হয়।