মন্ত্রীত্ব ছাড়তে চাইলেন ফিরহাদ হাকিম

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিসঃ ‘প্রচুর চাপ হয়ে যাচ্ছিল। তাই আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমিই চেয়েছিলাম।’  বৃহস্পতিবার পরিবহণ দফতরের দায়িত্ব ছাড়া নিয়ে স্পষ্ট জবাব দিলেন ফিরহাদ হাকিম।’

মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের পাশাপাশি দফতর পুনবন্টনও হয় বুধবার। ওইদিনই ফিরহাদ হাকিমের হাত থেকে আবাসন এবং পরিবহন এই দুটি দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতদিন ফিরহাদের হাতে পরিবহণ, আবাসন, পুর ও নগরোন্নয়ন দফতর ছিল। তাঁর হাত থেকে পরিবহণ এবং আবাসন কেড়ে নেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের হাতে আবাসন দফতর দিয়েছেন মমতা। অরূপের হাতে আগে থেকে বিদ্যুৎ দফতর এবং ক্রীড়া ও যুব দফতর ছিল। ফিরহাদের অপর দফতর পরিবহণ গেল স্নেহাশিষ চক্রবর্তীর কাছে। যিনি বুধবার মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। 

অন্যদিকে, দায়িত্ব পেয়ে প্রথম দিন নিজের দফতরে এসেই নতুন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী  বলেন, ‘আগের পরিবহণ মন্ত্রীর বাকি কাজ আমি শেষ করব। তারপর রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করার দিকে জোর দেব।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *