Breaking News

বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্র চেহারা নিলো বর্ধমান। বুধবার রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি নেয় বামেরা। এদিন বিভিন্ন জেলার পাশাপাশি বর্ধমানে বড় নীলপুর মোড়ে সিপিএমের রাজ্য সম্পাদক  মহঃ সেলিমের উপস্থিতিতে এক পথসভার আয়োজন করা হয়। সভা শেষে মিছিল করে তারা জেলা শাসকের কার্যালয়ের দিকে যান। এই মিছিল আটকাতে আগে থেকেই তৈরি ছিল জেলা পুলিশ প্রশাসন, তৈরি করা হয় পুলিশি ব্যারিকেড।

বামেদের মিছিল পৌঁছাতেই শুরু হয় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এরই মধ্যে উত্তেজিত কর্মীরা ইট বর্ষন ও এমনকি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশও জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। ফলে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর অর্থাৎ কার্জন গেটে বিশ্ব বাংলার লোগো এমনকি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের যে ক্ষতিয়ান বোর্ডে তুলে ধরা হয় তাও ভাঙচুর করে উত্তেজিত কর্মীরা। অপরদিকে কার্জন গেটের সামনেই রয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিধায়ক সহায়তা কেন্দ্র, সেই কেন্দ্রও সিপিএম কর্মীরা ইট ছোঁড়ে এমনকি তারা পুলিশের গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ।

এদিন তাদের ছোঁড়া ইটে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীও

ইতিমধ্যে বেশ কয়েকজন সিপিএম কর্মীকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে ………….

বিস্তারিত আসছে…

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *