রবি শঙ্কর, বোলপুরঃ পশ্চিমবাংলায় এক নজিরবিহীন কালীপূজা। যা বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত পাঁচশোয়া গ্রামে নারায়নী ভিলাই বিপুল সমারোহ কালীপূজা উদযাপিত হয়ে থাকে। যার পরিচালনার দায়িত্বে থাকে চৌধুরী পরিবার। নারায়নী ভিলাই কালীপুজো ছাড়া দুর্গোৎসব ও দেবাদিদেব মহাদেবের পূজা হয়ে থাকে মহা ধুমধাম সহকারে, এছাড়াও হিন্দু ধর্মালম্বীদের বারো মাসে তেরোপার্বণ উৎসব পালিত হয়ে থাকে এই নারায়নী ভিলায়। কিন্তু এখানে বিশেষত কালীপূজা, দুর্গোৎসব ও শিবরাত্রিতে-দেবাদিদেব মহাদেবের পূজা অনুষ্ঠিত হয় মহা আরম্বর সহকারে। কালী পূজার সময় চৌধুরী পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে কালীপূজায় অংশগ্রহণ করেন। এছাড়া আশপাশের গ্রাম ছাড়াও দেশ-বিদেশের পুরনার্থী বহু মানুষজনেরা একত্রিত হয়ে এই কালীপূজোয় সামিল হয়।
এই পূজাকে কেন্দ্র করে পাঁচদিন ধরে বিভিন্ন আরম্বর অনুষ্ঠান চলতে থাকে। পাশাপাশি প্রতিদিন সমস্ত মানুষের জন্য অন্ন ভোগেরও ব্যবস্থা থাকে। এই নারায়নী ভিলাইয়ে সকলে একত্রিত হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে।