জাতপাত ধর্মকে সরিয়ে রেখে দুর্গাপুজোয় সম্প্রীতির অনন্য নজির

Burdwan Today
2 Min Read

 

পাপু লোহার, কাঁকসাঃ দুর্গাপুজোয় সম্প্রীতির অনন্য নজির আউসগ্রামে, জাতপাত ধর্মকে সরিয়ে রেখে পুজোয় আয়োজনে সব ধর্মের মানুষ। বিজয়া দশমীর ও একাদশীর বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে  আউসগ্রামের গোহালআড়া গ্রামবাসীরা। আউসগ্রাম দু’নম্বর ব্লকের গোহালআড়া গ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় জাতপাত ধর্মকে সরিয়ে রেখে হিন্দুদের সঙ্গে পুজোর যাবতীয় আয়োজনে হাত লাগায় মুসলিম সম্প্রদায়ের যুবকেরা। 

পাশাপাশি প্রতিমা বিসর্জনেও দেখতে পাওয়া যায়  সঞ্জু, রফিকুলকে পূজা কমিটির সদস্য সুনিলদের সাথে। তাছাড়াও দশমীর দিন  পুজো কার্নিভালে ছিল  বিভিন্ন বাজনার দল, মহিলা ঢাকিদের দল এমনকি জীবন্ত প্রতিমার মডেল। পাশাপাশি হিন্দু, মুসলিম, খীষ্টান, শিখ, আদিবাসী এই জীবন্ত মানুষের মডেল নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এদিন গ্রামের মহিলারা শঙ্খ ধ্বনি দিয়ে গ্রামে শোভাযাত্রা করে। ঢাকের তালে তালে নাচলেন বিধায়ক অভেদানন্দ থান্দার ও দাতা আব্দুল লালন।

একাদশীর দিনে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌ নাচ, মহিলা পরিচালিত ব্যান্ড ও আদিবাসী সম্প্রদায়ের ধামসার তাল। আউসগ্রাম মূলত জঙ্গলমহল এলাকা, এখানকার মানুষ এ ধরনের কোনো বর্ণাঢ্য শোভাযাত্রা বা অনুষ্ঠান দেখেনি। তাই গ্রামবাসীদের মনে উৎসাহ ছিল শিখরে। পুরুলিয়া ছৌ নাচ ও মহিলা প্যান্ডের তালে পায়ে পা মিলিয়ে সকলে একসাথে নাচতে নাচতে উমাকে বিদায় জানালেন। বিসর্জন ঘাটের ঠিক পাশেই  আতশবাজির প্রদর্শন করা হয়। 

দাতা লালন বলেন, আমাদের পুজোয় সর্ব ধর্মের মানুষদের নিয়ে আয়োজন করা হয়,এখানে কোনো জাতপাতের বিষয় নেই। ধর্ম যার যার উৎসব সবার, একেই মূলমন্ত্র করে চলি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *