প্রবীর মণ্ডল, বর্ধমানঃ দেখতে দেখতে ৬ বছরে পদার্পণ করল গুপ্তা বাড়ির দুর্গাপুজো। গত ২০১৭ সালে বর্ধমান শহরের উপকন্ঠে গাংপুরে সঞ্জয় কুমার গুপ্তা নিজ বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেন। যা গুপ্তা বাড়ির দুর্গাপুজো নামে এলাকায় পরিচিতি লাভ করে।
এদিন সঞ্জয় কুমার গুপ্তা জানান, ছোট থেকে ইচ্ছা ছিল বাড়িতে দুর্গা পুজো করবো। ২০১৭ সাল থেকে আমি পুজো শুরু করেছি। বহু দূর দুরান্তের মানুষ আসে এই পুজো দেখতে। আমি প্রত্যেক বছর মণ্ডপ সজ্জায় থিমের চমক রাখি কিন্তু এবছর থিম ছাড়া পুজোর আয়োজন করেছি। পাশাপাশি এই পুজোর কটা দিন পরিবারের সকলে একত্রিত হই। সামনের বছর থেকে আবার বড় আকারে পুজোর আয়োজন করব বলে আশা রাখছি।