পাপু লোহার, কাঁকসাঃ হাতে গোনা আর কয়েকদিন পরেই ঈদ উৎসবে মেতে উঠবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উপলক্ষ্যে ঈদের আগেই শুক্রবার সন্ধ্যায় কাঁকসার হাট তলায় আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটির পুজো প্রাঙ্গনে ২০০ জন ইসলাম ধর্মাবলম্বী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের অন্যতম তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি, কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহীনা বেগম, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ অন্যান্যরা।
তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি জানিয়েছেন, এক মাস ধরে রোজা রাখার পরে ঈদের দিনে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আনন্দে মেতে উঠবেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সকল ধর্মের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসবে সামিল হন। তারই অনুপ্রনায় তাঁরাও তৃণমূলের পক্ষ থেকে কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তের ইসলাম ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের দিনে যাতে দুঃস্থ মানুষরা নতুন পোশাক পরে ঈদের খুশিতে মেতে উঠতে পারে সেই প্রচেষ্টা করেছেন তাঁরা।