টুডে নিউজ সার্ভিস, পুরুলিয়াঃ জঙ্গলমহল পুরুলিয়া জেলার সুন্দরী অযোধ্যা পাহাড়ে সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সিন্দ্রা বা শিকার উৎসব পালিত হল। বহু প্রচীনকাল থেকেই চলে আসছে অযোধ্যা পাহাড় ও তত্ সংলগ্ন এলাকাজুড়ে সিন্দ্রা বা শিকার উৎসব। দীর্ঘ দু’বৎসর ধরে করোনা পরিস্থিতি কাটতেই এই বৎসর তার উল্টো ছবি দেখা গেল এই উৎসবকে ঘিরে।
সিন্দ্রা বা শিকার উৎসবে যাতে কেউ বন্য পশু শিকার না করে সেকারণে সোমবার পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড় ছাড়াও বাঘমুন্ডির বিভিন্ন জঙ্গলে কড়া নজরদারি চালিয়েছেন বনদপ্তরের কর্তা ও পুলিশ কর্তা সহ বন কমিটি।
আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সোমবার এই উৎসব উপলক্ষে অযোধ্যা পাহাড়ে আসেন এবং যথাযথ মর্যাদার সাথে এই উৎসবে মেতে ওঠেন। তবে জেলা প্রশাসনের আধিকারিকরাও ছিল অত্যন্ত সতর্ক যাতে উৎসবে এসে কেউ বন্য পশু শিকার না করে। সে কারণে তারা বিভিন্ন জঙ্গলে কড়া নজরদারি চালান।
ওপর দিকে, অযোধ্যা পাহাড়ে আসা ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, আসাম থেকে আগত একাংশ শিকারীরা জানান, আজ আমরা আমাদের পূর্ব পুরুষ থেকে চলে আসা এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষার্থে এই সুন্দরী অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের শিকার নয় উৎসব করতে এসেছি বলে জানান।
এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিএফও দেবাশীষ শর্মা, জেলা অ্যাডিশনাল অপারেশন আধিকারিক চিন্ময় মিত্তল, ঝালদা এসডিপিও সুব্রত দেব, ওয়াইল্ড লাইফ আধিকারিক মনোজ কুমার মল্ল, বাঘমুন্ডি বন বিভাগ আধিকারিক পল্লব কুমার বড়াল, বলরামপুরের সি.আই পার্থ কুমার সিংহ, বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজত চৌধুরী, সুইসা ফাঁড়ির ইনচার্জ আশীষ মন্ডল, বাঘমুন্ডি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ।
উৎসবে আসা সকলের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার আবেদন রাখা হয় উৎসব করুন কিন্তু প্রকৃতি বাঁচাতে কেউ বন্য পশু শিকার করবেন না। বনদপ্তর তথা জেলা প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংশনীয় বলে জানান শিকারে আসা সকল শিকারীরা।