Breaking News

অভিনব পদ্ধতিতে ফের বিক্ষোভে টেট উত্তীর্ণরা

 

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ অবিলম্বে নিয়োগ দিন, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। এই দাবি তুলে ফের বিক্ষোভে ২০১৪ প্রাইমারি টেট পাশ নট ইনক্লুডেড একতা মঞ্চ। শুক্রবার বর্ধমানের কার্জন গেট এর সামনে বিক্ষোভে নামেন তাঁরা। এর পাশাপাশি ডিএম-এর কাছে তারা এক স্মারকলিপি পেশ করেন। এদিন তাঁরা কেউ পরিযায়ী শ্রমিক, কেউবা সাদা কাপড়ে মোড়া‌ প্রতিকি লাশ হয়ে এ দিনের বিক্ষোভে সামিল হন। এর আগে বেশ কয়েকবার বিকাশ ভবন ঘেরাও করা হয় কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা সম্ভব হয়নি। তাই দ্রুত নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ দেখায় একদল টেট উত্তীর্ণ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদের দাবি মুখ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রায় সবই উনি রেখেছেন। শুধু আমাদেরই প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখল না আমরা ওনার দিকে চেয়েছিলাম। দিদি লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন, কন্যাশ্রী চালু করেছেন কিন্তু বঞ্চিত করে রেখেছেন ২০১৪-র টেট উত্তীর্ণদের। তাই অবিলম্বে নিয়োগ না করা হলে বহু পরীক্ষার্থী বাধ্য হবেন আত্মহত্যার পথ বেছে নিতে। 

এদিন  লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতীকী স্বরূপ লক্ষ্মীর ভাঁড় ভেঙে এক অভিভাবক বলেন, ‘এই নিয়োগ প্রক্রিয়ার টালবাহানা নিয়ে ছেলেমেয়েরা মনোকষ্টে ভুগছেন। অনেকেই আত্মহত্যার চেষ্টা করছেন। অভিভাবক হিসেবে সব সময় আশঙ্কায় থাকছি কখন কি করে বসে।’ তাই দিদি অবিলম্বে এই উত্তীর্ণদের নিয়োগ করে পরিবারগুলিতে শান্তি ফিরিয়ে আনুন।

About Burdwan Today

Check Also

ভাষাহীনদের মাঝে ভাষা খোঁজার চেষ্টা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষ্যে ভাষাহীনদের ভাষা খোঁজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *