টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার ভগবান বিরসা মুন্ডার প্রয়ান দিবস উপলক্ষ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে। বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের পক্ষ থেকে এই প্রয়ান দিবস পালন করা হয়। এদিন এই প্রয়ান দিবসে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলাপরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, এছাড়াও মাল্যদান করেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, সহ জেলাপরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন এদিন এখানে ।
Social