তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ সামনে দুর্গা পুজো তার আগে মুর্শিদাবাদের পাট চাষের লাভের অংক দিয়ে সংসারের মুখে হাসি ফোটায় পাট চাষীরা। তবে এবার অনেক জমিতেই পাট চাষ হয়েছে কিন্তু বেশি পরিমানে বৃষ্টি হওয়ার ফলে জল জমে পাট গাছের গোড়ায় যার জেরে সেইভাবে পাট গাছ বড় হতে পারিনি, তবে চাষী ভাইরা জানাচ্ছেন তিন প্রকারের পাট হয় সেই হিসাবে ৮০০০, ৫০০০ ও ৪০০০ মূল্য তারা পেয়ে থাকেন। কিন্তু এক বিঘা জমিতে পাট চাষ করলে যা খরচ তাতে লাভের অংক পাট চাষীদের কাছে থাকে না বললেই চলে। পাট গাছ অর্থাৎ পাটকাঠি বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করে পাট চাষীরা।
সরকারি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পেয়েছেন মুর্শিদাবাদের পাট চাষিরা। কিন্তু, তারা জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে যদি সার, বীজ দেওয়া হত পাট চাষীদের তাহলে লাভের অংকটা তারা ভালই পেতেন। তবে মোটামোটি ভাবে পাট চাষ হয়েছে মুর্শিদাবাদ জেলাতে এবছর, সব মিলিয়ে সোনালি আঁশ অর্থাৎ পাট চাষে লাভের মুখ দেখছেন না, একরাশ হতাশা নিয়ে দিন গুনছে মুর্শিদাবাদের পাট চাষীরা।
Social