বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বেশ কয়েক মাসের বকেয়া মাসিক পারিশ্রমিক সহ আর্থিক প্যাকেজের অর্থ অবিলম্বে প্রদান করার দাবিতে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর নদীয়া জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন জেলার বিভিন্ন প্রান্তের আশা কর্মীরা। পাশাপাশি এই দিন কিছুক্ষণ পথ অবরোধ করে তাদের দাবি সমাজের মাঝে তুলে ধরেন আশা কর্মীরা। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে স্বাস্থ্যপরিসেবাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন এই আশা কর্মীরা। কিন্তু বিগত কয়েক মাস যাবত তাদের মাসিক পারিশ্রমিক ও বরাদ্দ প্যাকেজের অর্থ প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।
মূলত পারিশ্রমিক ও আর্থিক প্যাকেজের সুবিধা পেতে এই দিন সারা রাজ্যের পাশাপাশি এই জেলাতেও পথে নেমে আন্দোলনে সামিল হন আশা কর্মীরা বলে জানা গিয়েছে নদীয়া জেলা আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আকারে একটি দাবিপত্র তুলে দেয়া হবে বলেও জানিয়েছেন আসা কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আগামী দিনের পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা সহ জেলা স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা বলে এইদিন কার্যত হুঁশিয়ারি দিয়েছেন নদীয়া জেলা আশা কর্মী সংগঠনের নেতৃত্ব।
Social