জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ভোট পরবর্তী সময়ে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ সহ একজন চোলাই মদ কারবারিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের পলাশ দাশ, মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের ধামাচিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ধামাচিয়ার নতুন পুকুর এলাকায় হানা দিয়ে চোলাই বিক্রির সময় চোলাই মদ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ওই মদ কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০ লিটার চোলাই মদ। ধৃতকে সোমবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Social