Breaking News

কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল গ্রেপ্তার

  সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ প্রায়  ৪ বছর পলাতক থাকার পরে কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়ালকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার।

দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা গোপাল জয়সওয়াল। কুখ্যাত লোহা মাফিয়া বলে পরিচিত। দীর্ঘদিন যাবত তার বিরুদ্ধে বিভিন্ন বন্ধ কারখানাসহ বিভিন্ন জায়গায় লোহা ধাতব বস্তু চুরি হত এবং তা গোপালের কাদারোড এলাকার লোহার কাঁটায় জমা হত। সেখান থেকেই লোহা ও ধাতব বস্তু চলে যেত বিভিন্ন জায়গায়। লোহা ও বিভিন্ন ধাতব বস্তুর এই অবৈধ কারবারি গোপাল জয়সওয়াল  সিন্ডিকেট তৈরি করে চোরাই লোহার। ২০১৭-১৮ সালে দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়িতে গোপালের বিরুদ্ধে অভিযোগ জমা হলে পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। এতদিনে তার খোঁজ পেল পুলিশ। গোপালের বিরুদ্ধে অন্ডাল, কোকওভেন থানাতেও অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। যদিও এদিন আদালতে তোলার সময় গোপাল নিজেকে নির্দোষ বলে জানায়। 

    ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা জানান, গোপাল জয়সওয়াল এর বিরুদ্ধে পুরানো মামলা ছিল। তাকে গতকাল পাওয়া যায়। গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অন্ডাল ও কোকওভেন থানায় অভিযোগ রয়েছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে লোহার কালো কারবারের সমস্ত তথ্য পাওয়া যাবে।।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *