টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর, জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২তম জন্মবার্ষিকী। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সংগীতশিল্পীকে নিজের মতো করেই শুভেচ্ছা জানালেন তারকা, রাজনীতিবিদ ও ভক্তরা। বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধারার গানে যিনি আজও মুগ্ধ করে রেখেছেন বাংলার শ্রোতাসমাজকে।
তাঁর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যেন উপচে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম। সঙ্গীত জীবনে তিনি ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণসহ একাধিক পুরষ্কার পেয়েছেন। ১৯৪২ সাল থেকেই তাঁর সঙ্গীত জীবন শুরু হয়েছিল।
এদিন হুগলীর সিঙ্গুরের শিল্পী সৌরভ আদক শোলার থালা কেটে প্রতিকৃতি তৈরী করে শ্রদ্ধা জানালেন প্রবীণ এই সঙ্গীত শিল্পীকে। শিল্পী জানিয়েছেন, শোলা শিল্পীদের জীবন বিপন্ন, করোনা পরিস্থিতিতে হাতে কাজ প্রায় নেইই বলা চলে। এমনই কঠিন পরিস্থিতিতে যেখানে শোলা চাষীরা ক্ষতিগ্রস্ত। তাই সকলের জন্যে শিল্পী সৌরভ আদক শোলার থালাকেই শিল্পের জন্যে বেছে নিলেন।
এক সাক্ষাৎকারে শিল্পী সংবাদমাধ্যমকে জানান, পেশায় সিভিলে বিটেক ইজ্ঞিনিয়ারিং পাস করেও মেলেনি চাকরির সুযোগ, খুবই কষ্ট করে সংসার চালাতে হচ্ছে, মা অসুস্থ, বাবাও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।
Social