টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৪৭তম সারা ভারত জুনিয়ার ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এবার বর্ধমানে। শহরের অরবিন্দ স্টেডিয়াম ও অগ্রদূত সংঘের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারা ভারতের প্রায় প্রতিটি রাজ্য থেকে পুরুষ ও মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা উপলক্ষে বুধবার জেলা ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদিক সম্মেলনে সংস্থার অন্যতম সদস্য উত্তম সেনগুপ্ত বলেন, এবার এই প্রতিযোগিতা হচ্ছে বর্ধমানে। প্রতিযোগিতার মাধ্যমে বর্ধমানকে দেশের মানুষের সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। তাই উদ্বোধন অনুষ্ঠানকে চিত্তাকর্ষক করার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন প্রতিযোগিতার দিন সকালে টাউন হল থেকে একটি র্যালি বের হবে, যাতে সব প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শুরু হবে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই বাংলা পুরুষ ও মহিলা দল শহরে এসে গেছে আগামী দু’দিনের মধ্যে দেশের অন্যান্য প্রান্তে দলগুলো পৌঁছে যাবে বলে এ দিন জানান উত্তম বাবু।