টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশজুড়ে দিব্য কাশী, ভব্য কাশী কর্মসূচি পালন করছে বিজেপি। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে এ উপলক্ষে পূজো দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রায় কয়েক কোটি টাকার প্রকল্পে মন্দির সংস্কারের ঘোষণা করেছেন। কাশীর পাশাপাশি নবরূপে কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতারা। এদিন তারকেশ্বরে এই যাত্রা উপলক্ষে পুজো দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কলকাতা ভূতনাথ মন্দিরে পুজো দিয়েছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বর্ধমানে ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাইক রেলি করে বর্ধমান শহরে বিরাট মিছিল সহকারে বিজেপি সমর্থকরা ১০৮ শিব মন্দিরে যান এবং শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে তারা এই যাত্রা পালন করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বাবু জানান, পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতিকে বাঁচাতেই বিজেপির এই উদ্যোগ। এদিনের এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিত্ তা, প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী সহ আরও অন্যান্য নেতাকর্মীরা। এরই পাশাপাশি এদিন কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে ১০৮ মন্দির চত্ত্বর থেকে জায়েন্ট স্কিনের মাধ্যমে ভার্চুয়ালি দেখেন সকল বিজেপি নেতা কর্মীরা।
Social