Breaking News

হু হু করে জমিতে ঢুকছে জল, ক্ষতির মুখে চাষীরা

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে শনিবার বিকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। এরফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ পাকা ধান জলে নষ্ট হতে বসেছে। এছাড়াও আলু, সরিষা জমি জলের তলায়।দেখা যাচ্ছে পাকা ধান জলের তলায়। এমনি চিত্র লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডেওগড়িয়া, বনকি, দীঘলগ্রাম, ফতেপুর, খটনগর, আকুই খরশী, দিঘলগ্রাম, ছোটগোবিন্দপুর, মান্দরা, নাড়রা খোশবাগ, কুমরুল, রোল সহ বিভিন্ন এলাকায়। আর এর ফলেই মাথায় হাত পড়েছে চাষীদের। অনেক চাষী ধান কাটলেও সেই ধান ঘরে তুলতে পারেনি। আর সেই ধান জলের তলায় পড়ে থেকে নষ্ট হতে বসেছে। 

অপরদিকে রবি শস্য হিসাবে বাঁকুড়া জেলার মানুষেরা আলু, সরিষা চাষ করে থাকেন এবছর অনেক বেশি টাকা দিয়ে আলু বীজ ও রাসায়নিক সার কিনে ফসল চাষ করতে হয়েছে কৃষকদের ঘূর্ণিঝড় এর কারণে অতিবৃষ্টির ফলে আলু সরিষা জমি জলের তলায়। 

ইতিমধ্যেই অজানা রোগে ধান চাষে ফলন কম হয়েছে তার ওপর রবি ফসল চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো এলাকার ধান চাষীদের, এর ফলে চিন্তায় মাথায় হাত বাঁকুড়া জেলার চাষীদের।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *