হাঁসখালির পথ দুর্ঘটনায় মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা

Burdwan Today
1 Min Read

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার হাঁসখালির পথদুর্ঘটনায় প্রতিটি মৃতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী সহ অন্যান্য বিধায়করা। উল্লেখ্য শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে একটি মৃতদেহ শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গভীর রাতে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় ওই ৪০৭ গাড়ির সঙ্গে একটি পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ১৮ জন মারা যান। তাদের প্রত্যেককে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি মৃতের পরিবারকে দু’লক্ষ টাকার চেক দেওয়ার কথা ঘোষণা করেন। সেইমতো এদিন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শক্তিনগর জেলা হাসপাতালে এসে প্রতিটি মৃতের পরিবারের হাতে দু’লক্ষ টাকার  চেক তুলে দেয়। উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ তৃণমূলের নদীয়াজেলা প্রথম সারির নেতৃত্ব।

 এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যে গাড়িটিতে করে মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে পুলিশ এবং স্বাস্থ্য পরিকাঠামোর কোন সম্পর্ক নেই। তিনি বলেন রাজ্য সরকারের তরফ থেকে যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারা যাতে সু-চিকিৎসা পায় সেই দিকেই নজর রেখেছে সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *