Breaking News

সাধারণ মানুষের মধ্যে পশু প্রেম জাগাতে অনুষ্ঠিত হলো ডগ শো

 

প্রবীর মণ্ডল, মেমারিঃ সাধারণ মানুষদের মধ্যে পশু প্রেম জাগাতে এবং কুকুরের প্রতি অবহেলা নয় ভয়-ভীতি দূর করতে পূর্ব বর্ধমানের মেমারি ক্যানেল ক্লাব ও শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বর্গীয় রঞ্জনা ঘোষ দস্তিদার-এর স্মৃতিতে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড অ্যান্ড ডিএলএড কলেজ প্রাঙ্গনে এক ডগ শো ২০২১ অনুষ্ঠিত হলো রবিবার। যা সহযোগিতা বর্ধমানের এক পশু প্রেম সংস্থার সদস্য অর্ণব দাস।

 এদিন ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং সহযোগিতা করেন শিক্ষিকা ঐশ্বর্য্য মুখার্জি, ঐশী সিংহরায়। 

এদিন উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর প্রশান্ত সিংহরায়। এছাড়াও বিচারকমণ্ডলী হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে জয়দীপ দাসগুপ্ত ও শুভাশিষ হালদার।

 এদিনের এই ডগ শো-তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবেরিয়ান হাস্কি, জার্মান শেফার্ড, টম, পিটবুল, গ্রেট ডন, রটওয়েলার, পমেরানিয়ান, গোল্ডেন রিট্রিভার সহ বিভিন্ন প্রজাতির পোষ্য কুকুর নিয়ে প্রায় ১৩০টি কুকুর নিয়ে আসেন প্রতিযোগিরা। এই প্রতিযোগিতায় পোষ্য কুকুরের বিভিন্ন চলন বলন কেরামতি, প্রজাতি ও বয়স দেখে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা। 

পাশাপাশি এদিনের এই ডগ শো-তে বিভিন্ন প্রজাতির কুকুরের কেরামতি, চলনবলন দেখতে ভিড় জমান সাধারণ মানুষ থেকে সমস্ত পশুপ্রেমীরা।

About Burdwan Today

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *