দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানসিমলা পঞ্চায়েতের বহরপুর, শ্যামনগর, কাশিপুর, যুমসোরা সহ অন্যান্য এলাকার চাষীদের ধান জমিতে সাতসকালেই ৬৫ টি হাতির একটি দল তান্ডব চালায়। এর ফলে ঐ সব এলাকার ধান চাষীদের মাথায় হাত পড়েছে। আর ক’দিন পরেই মাঠের ধান কাটার সময়। বিঘার পর বিঘা ধান মাড়িয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল।
বহরপুর গ্রামের সেখ তাহের সুলতান, সেখ রিজাউলনামে দুই ধান চাষী বলেন, সকাল সাড়ে পাঁচটা নাগাদ বর্ধমান দিকে আসা ৬৫টি হাতির একটি দল পাকা ধানের উপর তান্ডব চালিয়েছে। এর আগে বন্যার সময় অনেক ধান নষ্ট হয়ে গেছে। আর যে টুকু বাকি ছিল সব হাতিতে শেষ করে দিল। আমাদের চাষের উপর নির্ভর করে সংসার চলে। এরপর কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।
Social