বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৃষ্ণনগর লেডি কারমাইকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনড় রইলেন ছাত্রীদের টেস্ট পরীক্ষায় পঞ্চাশ শতাংশের বদলে একশো শতাংশ নাম্বারে পরীক্ষা করাতে। প্রধান-শিক্ষিকার নির্দেশ অনুযায়ী লেডি কারমাইকেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বাধ্য হয়েছেন পরীক্ষা দিতে। যদিও সরকার থেকে আগামী ১৩ তারিখ থেকে পরীক্ষা শুরু করার কথা বলেছে তবুও এই স্কুল চলতি মাসের ১ তারিখ থেকেই টেস্ট পরীক্ষা শুরু করছে। এই বিষয়ে বুধবার অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানিয়ে অভিযোগ করলেও তিনি নিজের অবস্থা তেই অনড় রয়েছেন বলে অভিযোগ অভিভাবকদের একাংশের।
এ বিষয়ে জানতে গেলে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, পরীক্ষার দিনক্ষণ আগে থেকে ঠিক করা হয়ে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক পরীক্ষার আগের দিনই সরকারি নির্দেশিকা আসে পঞ্চাশ শতাংশ নম্বরে পরীক্ষা নিতে হবে পাশাপাশি শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। সেই অবস্থায় দাঁড়িয়ে প্রশ্নপত্র পরিবর্তন করার মত সময় তাদের কাছে ছিল না বলেই জানান তিনি। এছাড়াও প্রথমদিন যখন প্রথম পরীক্ষার শুরুতে তিনি প্রত্যেকটি ক্লাসে গিয়ে কথা বলেন পরীক্ষার্থীদের সাথে। সেই সময় ৫-৬ জন ছাত্রী ছাড়া প্রত্যেকেই পরীক্ষা দিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না জানান প্রধান শিক্ষিকাকে বলে দাবি করেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা। পাশাপাশি নির্বিঘ্নেই পরীক্ষা পর্ব চলছিল বলেও দাবি করেন তিনি। তবে বৃহস্পতিবার কেন এই বিক্ষোভ সেই বিষয়ে বুঝে উঠতে পারছেন না তিনি। তবে কি এর পেছনে ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাদের একাংশের মত রয়েছে না অন্য কোন পরিকল্পিত কারণে এই বিক্ষোভের ঘটনা ঘটছে তা বুঝে উঠতে পারছেন না তিনি বলেও দাবি করেন স্কুলের প্রধান শিক্ষিকা।
Social