রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ রাত পোহালেই অনুষ্ঠিত হবে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। কিন্তু এবছর করোনার ছায়া পড়ল বিশ্বকর্মা পূজাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বৃহস্পতিবার দেখা গেল অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারে বিশ্বকর্মা প্রতিমার সংখ্যা অনেকটাই কম। পাশাপাশি এবছর প্রতিমা নিয়ে আসা মানুষদের সংখ্যাও অনেকটাই কম। প্রতিমার সংখ্যা বাজারে কম থাকায় প্রতিমার বাজারেও আগুন লেগেছে। পাশাপাশি যে সমস্ত ক্রেতারা প্রতিমা কিনতে আসছেন তাদের ব্যবসা মহামারীর জেরে লকডাউনের কারণে বন্ধ থাকায় তারাও এ বছর নামমাত্র পূজা সারবেন বলে জানিয়েছেন।
Check Also
মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …