দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ জেলা জুড়ে ধান কাটার কাজ চলছে। আর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চিত্র মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যেতে বসেছে। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায়। দেখা যাচ্ছে ইন্দাস ব্লকের শাশপুর, আকুই, মঙ্গলপুর, দিঘলগ্রাম, পাহাড়পুর, রোল, বড়গোবিন্দপুর, সিমুলিয়া, ঠাকুররাণী, পুষ্করিনী, দশরথবাটি, সহ ইন্দাসের বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা ধান জমিতেই নষ্ট হয়ে গেছে। যে লক্ষ্মী সারাবছর কৃষকদের মুখে অন্ন তুলে দেয় সেই লক্ষ্মী ঘরে ঢুকবে না।
এদিন মাঠে দেখা গেল ধান না হওয়ায় কয়েকজন চাষী গরুকে খাইয়ে দিচ্ছে। কৃষকদের চোখে মুখে বিষাদের ছোঁয়া। এলাকার চাষীরা বলেন, আমরা চাষের উপর নির্ভর করে আমাদের সংসার চলে। আর এই ধান যদি মাঠেই নষ্ট হয়ে যায় এরপর কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। লোন করে টাকা নিয়ে চাষ করছি আর সেই ধান যদি না পাই তাহলে আমরা বাঁচবো কি করে।
Social