Breaking News

যত্রতত্র পার্কিং রুখতে কড়া জেলা ট্রাফিক পুলিশ

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘদিন ধরে সকাল থেকেই বেলা বাড়তেই প্রতিদিনি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড, সংস্কৃতি লোকমঞ্চের সন্নিকটে হকার্স মার্কেটে বিভিন্ন সময় যত্রতত্র গাড়ি পার্কিং করে মার্কেটের ভিতর প্রবেশ করেন সাধারন মানুষ। ফলে রাস্তার উপরে গাড়ি রাখার জন‍্য সাধারন মানুষ এবং ওই রাস্তা থেকে কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। ফলে অসুবিধার মধ‍্যে পরতে হয় সাধারন মানুষের। 

   বৃহস্পতিবার ডিএসপি ট্রাফিক অতনু ব‍্যানার্জী ও পারবিরহাটা ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাইককে আটক করেন।পাশাপাশি এক ব‍্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্থানীয় এক ব‍্যাবসায়ী বলেন  সকাল থেকে বাইক থেকে শুরু সাইকেল সারি দিয়ে রাখা থাকে প্রায়শই প্রতিদিন। মার্কেটে কাস্টোমার ঢুকতে পারে না। আজ যত্রতত্র পার্কিং ঢুকতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে  আমরা এই ব্যবস্থায় খুব খুশি হয়েছি।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *