টুডে নিউজ সার্ভিস, বসিরহাটঃ লকডাউন অমান্য করে বসিরহাট পুরাতন বাজার, নতুন বাজার, মায়ের বাজার সহ একাধিক বাজারে পুলিশ আধিকারিকদের হানা।
বসিরহাট এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে খোলা বাজার বন্ধ করলো। অচেতন মানুষকে শায়েস্তা করতে বাধ্য হয়ে পুলিশ বাজারে ঢুকে হাতেনাতে গ্রেফতার মোট ৫ ব্যবসায়ী।
কড়া লকডাউন এর দ্বিতীয় দিনেও যে ব্যবসায়ী থেকে শুরু করে মানুষের মধ্যে সচেতনতা একেবারে কানে পৌঁছায় নি তার উদাহরণ একবার দেখা গেল এই বাজার গুলো গিয়ে।
এই সব বাজার গুলি সকাল দশটার পরেও বিকিকিনি করছে ব্যবসায়ীরা। জমায়েত করে ক্রেতারা জিনিসপত্র সামগ্রিক কিনছেন, সব মিলিয়ে মহামারী করোনা যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রাজ্যের মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি, উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেখানে বেশি। সেখানেই মানুষের মধ্যে অসচেতনতার ছবি প্রকট হয়ে উঠছে।
সোমবার সকাল সাড়ে দশটার পর সরকারি নির্দেশিকা উপেক্ষা করে জেযার মতো দোকান খুলে বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। পুলিশের কাছে খবর পৌঁছাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিজেরাই দোকান বন্ধ করলো,এবং হাতেনাতে পাচজনকে গ্রেফতার করল।
সব মিলিয়ে দ্বিতীয় দিনেও মানুষের মধ্য কোন হুশ ফিরেনি সেই ছবিটা দেখা গেল বসিরহাট মহকুমা জুড়ে।
Social