পাপু লোহার, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মানকরে ১৮তম বিদ্যাসাগর মেলার সূচনা হলো শুক্রবার। এদিন মেলার সূচনা করেন সাংসদ শতাব্দী রায়, গলসির বিধায়ক নেপাল ঘরুই, সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি মহঃ জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রকেয়া, মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রুইদাস ও উপপ্রধান তন্ময় ঘোষ, পল্লব ব্যানার্জি, সহ মানকর বিদ্যাসাগর মেলা কমিটির সদস্যরা এছাড়াও এলাকার বিশিষ্টজনেরা।
প্রতিবছরের মত এবছরও মানকর হাই স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মেলার সূচনা করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কিছু বই-এর দোকান বসে এবং মানকর স্কুলের পিছনের ফাঁকা মাঠে বসেছে মেলা।
মেলা চলবে আগামী ৭ দিন। মেলা উপলক্ষ্যে প্রতিবারের মত এবছরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলায় ভিড় জমান এলাকার মানুষরা।
মেলার সূচনায় এসে এদিন সাংসদ শতাব্দী রায় সকলকে করোনার জন্য সাবধানে থাকতে বলেন। তিনি বলেন এখনও করোনা চলে যায় নি। তাই সকলকে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন তিনি।
Social