বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গৃহস্থের বাড়ির উঠানে মাটির তলা থেকে উঠে এলো শিবলিঙ্গ যা নিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর ২১ নম্বর ওয়ার্ডের বিশ্বসুখপল্লী ও হরিপুর অঞ্চলের নীলকুঠির মধ্যস্তর এলাকায়। জানা যায় আজ সকালে ওই এলাকার একটি গৃহস্থ বাড়ির উঠানে একটি শিবলিঙ্গ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর ছড়াতেই আশেপাশের এলাকা গুলি থেকে প্রচুর মানুষ ভিড় করে শিবলিঙ্গটি দেখার জন্য। জানা যায়, ওই গৃহস্থ বাড়ির লোকজন বাংলাদেশের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে লকডাউনের কারনে বাড়িতে ফিরতে পারিনি, সেই কারণে ওই গৃহস্থবাড়িটি বসবাসহীন অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের দাবি, গভীর রাতে কে বা কারা ওই শিবলিঙ্গটি মাটি খুঁড়ে রেখে যাই, কিন্তু কারা এই কাজ করেছে তা এখনও পর্যন্ত জানতে পারিনি এলাকার লোকজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও ওই এলাকার দুটি বারোয়ারির সদস্যরা শিবলিঙ্গটি পুজো করবে বলে সদিচ্ছা প্রকাশ করেছে। কিন্তু কারা শিবলিঙ্গটি এখন পুজো করবেন তা নিয়ে অনেকটাই বিতর্ক সৃষ্টি হয়েছে।
Social