টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২০১১ সাল থেকে উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অন্তর্গত ভেটেনারি ফার্মাসিস্ট বিভাগের ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তাদের কোথাও নিয়োগ হয়নি। সেই কারণে এদিন শহর বর্ধমানের টাউন হলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ-এর হাতে নিজেদের দাবি পত্র তুলে দিলেন নিয়োগের দাবিতে ছাত্র-ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের পক্ষে মহঃ আনোয়ারুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন পশু হাসপাতালে ভেটেনারি ফার্মাসিস্টের পদ খালি। ফলে পশুদের নিয়ে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এমনকি ওষুধ না পেয়ে মারা যাচ্ছে বহু পশু পাখি। তাই মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ২০১২ থেকে ৯ বছর ধরে আমরা বসে রয়েছি, অবিলম্বে যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা যেমন উপকৃত হব তেমনি পশু হাসপাতাল গুলিতে চিকিৎসা করাতে আসা বহু পশুপক্ষীর ও প্রাণ বাঁচবে।” মন্ত্রী তাদের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
Social