ভারত-বাংলাদেশের ১৯৭১ এর যুদ্ধের প্রদর্শনী

Burdwan Today
1 Min Read

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বিএসএফ-এর পক্ষ থেকে স্বর্ণ জয়ন্তী পালন করল নদীয়া জেলার সেক্টর হেডকোয়ার্টার। এখান থেকেই নতুন একটি উদ্যোগ নিল বিএসএফ। ১৯৭১ এর পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারত। তত্‍কালীন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী সর্ব শক্তি দিয়ে সহযোগিতা করেন বাংলাদেশকে। তবে ১৯৭১ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতীয় সীমা সুরক্ষার বহু ভারতীয় জওয়ান এবং সেই যুদ্ধে শহীদও হয়েছিলেন বহু সেনা। সময়ের সাথে সাথে অনেকেই এই ইতিহাস থেকে দূরে চলেগেছে। তাই এই বিশেষ দিনটি পালন। 

অনেকেই জানে না বাংলাদেশ স্বাধীন হবার পেছনে ভারতের সেনাবাহিনী ও সাধারণ মানুষের বলিদানের কথা। এদিন বিএসএফের তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা তুলে ধরা হয় বলে জানান বিএসএফের ডিআইজি অম্বরিশ কুমার আরিয়া। ৩ ডিসেম্বর কলকাতা থেকে চালু করে চারটি চলমান মিউজিয়াম গাড়ি এদিন নদীয়া জেলার চাপড়ার সীমানগর থেকে ফের যাত্রা শুরু করল। ২১ ডিসেম্বর গৌহাটি গিয়ে শেষ হবে। চারটি গাড়িতে আছে ১৯৭১ এর যুদ্ধের নানা ঘটনার নথি ও ছবি। এই গাড়িগুলি বিভিন্ন বাজারে ও লোকালয়ে গিয়ে সাধারণ মানুষর মাঝে তুলে ধরছে যে বাংলাদশের স্বাধীনতার পেছনে ভারতের কত অবদান আছে। বিএসএফ ও সাধারণ মানুষের মধ্যে সু-সম্পর্ক তৈরির একটি প্রয়াস। এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে সুবর্ণ জয়ন্তী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *