গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২ ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চান্ডুলী গ্রামে ব্রহ্মাণী পূজা উপলক্ষ্যে বহু বছর ধরে এই দিনটি অরন্ধন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মা মনসার পুজো হয়। মা মনসা পুজোর জন্য গ্রাম প্রদক্ষিণ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মাণী নদীতে নৌকাবিহার করে। এই দিনটি গ্রামে অরন্ধন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
গ্রামের কোন বাড়িতে এই দিনে উনুন জ্বলে না। এটা হল বগা পঞ্চমী। যেটা হলো পাঁচটা পর্বে অতিরিক্ত যে পঞ্চমী তাকেই বগা পঞ্চমী বলে। ভাদ্র মাসের শুক্লপক্ষের শনিবারে বিশেষ একটি অনুষ্ঠান হয় যা “বাঁইচিলি” নামে পরিচিত। এদিন চাণ্ডুলীবাসী অরন্ধন দিবস পালন করে।
Social